ভালোবাসার সাধ পূর্ণ তো হয়না
কারো কোনোদিন
একটি জনমে শোধ করা যায় না
তোমার প্রেমের এই ঋণ ।।
এ জীবন যেন এক স্বপ্নের ঘর
সাজাতে সাজাতেই হয়ে যায় পর
তবুও যেটুকু সময় পাবো
শত জনমের প্রেম দিয়ে যাবো
প্রেমের সাগরে দুই ফোঁটা জল হয়ে
হবো দু'জনে বিলীন ।।
পলাতক সময়কে থামিয়ে দিয়ে
জনম জনম রবো তোমাকে নিয়ে
তোমারই দু'হাতে জগত আমার
তুমি ছাড়া কিছুই চাই না তো আর
প্রেমের আবীরে দুই ফোঁটা রঙ হয়ে
হবো দু'জনে রঙিন ।।