ভালো - লাগেনা লাগেনা এই
ভালোবেসে দূরে দূরে থাকা
এতো - বিরহ বিরহ সয়ে
অহরহ মনে মনে ডাকা ।
সাথী আমার কথা রাখো
সাথী আমার কাছে থাকো ।।
হৃদয়ে আমার
নামলো শ্রাবণ বলো কেন
ফাল্গুনী হাওয়া
থামলো হঠাৎ করে যেন
বড়- যাতনা যাতনা প্রাণে
গেলো নাতো গানে গানে ঢাকা ।।
কবে সে আবার
বলবে এসে ভালোবাসি
অন্তরে কাঁদে
স্বপ্ন স্মৃতির পোড়া বাঁশি
যেন- জলেরই কাজল দিয়ে
দুটি চোখে এতো ছবি আঁকা ।।