উড়ে যেতে যেতে ঐ ফেরারী পাখির ঝাঁক
চঞ্চল ডানায় ডানায়
আজ পথ হারাবার ইশারা জানায় ।।
ঢাকবো না কোনো কিছু আর
রাখবো না কোনো পিছুটান
আজ শুধু গান আর গান
রাখবো না কোনো পিছুটান
ভুল করে ফুল তার ফোঁটে না যে কোনোদিন
মনকে যে রাখে দোটানায় ।।
আনমনা হবো দুজনেই
বলবো না কোনো কথা কেউ
তুলবো না ভাবনার ঢেউ
বলবো না কোনো কথা কেউ
এই ভাবে স্বপ্নেই হয়তো বা কোনোদিন
পৌছাবো কোনো ঠিকানায় ।।