তুষানলে পুড়তাম যদি থাকতো পড়ে ছাই
প্রেমানলে পুড়ে দেখি কিছুই বাকি নাই ।।
সাধ করে এক রূপের হাটে সওদা করেছিলাম
বুঝিনি তো মনের দামে আগুন কিনে নিলাম
এখন) আমার জ্বালার কথা আমি কারে যে শোনাই ।.
বুক ভরা এক সুখের আশা হায়রে কি দুরাশায়
বিন্ধে থেকে কাঁটার মতো চোখের জলে ভাসায়
আমি) নিজের দোষেই দোষী হয়ে নিজেরে পোড়াই ।।