তুমি) সাধ্যাসাধ্য কাণ্ড ঘটাও
এক) ভাণ্ডরে ব্রহ্মাণ্ড রটাও
তাই) সাধকের প্রকাণ্ড জটাও হাতড়ে ফিরে ভুল বোঝায়
সাঁই গো এতেই ঘোর লেগে যায়, তোমার আসল রূপ খোঁজায় ।।
তুমি বলো, দমেই হাওয়া
আদম-তরী তাতেই বাওয়া
তখন) শ্রোতের মতি হাওয়ার গতি মিললে পাবি পথ সোজায় ।।
গতি মতি ভুল যদি হয় রতির তোড়ে
তুমি বলো, মজবি পাকে সারা জনম ক্ষতির জোড়ে ।
সোজা সে তো নামেই কওয়া
জামান দেখে, বেজান হওয়া
ও তাই) রাজার কাছে যাওয়ার আগেই অন্ধ হয়ে যায় প্রজায় ।।
০১ / ০৬ / ২০১৮