তুমি // কোন জোয়ারে প্রাণ জুড়াও গো এসে,  
ভালোবেসে ।
আমার // ক্ষুদ্র ধারা সেই জোয়ারেই মেশে,
ভালোবেসে ।।


তোমার // একটু ছোঁয়া পেতে
বুকে আসন পেতে
প্রতিক্ষাতে কাটে কতো প্রহর ।
হঠাৎ যখন পাও তুমি অবসর
আমি // আসনসহ সেই ছোঁয়াতে হারিয়ে যাই ভেসে,
ভালোবেসে ।।


তোমার আমার প্রেমে
আকাশ আসে নেমে
মহাবিশ্ব  পলকে যায় থেমে ।


নিজেই // সেই পলকে নুয়ে
নিজেকে নেই ধুয়ে
আসংকোচে করি নিজে স্বীকার
তোমার ছায়ায় চাই পেতে অধিকার
যেন // আমার যতো ভুল-বোঝাকে ভাসিয়ে দাও শেষে,
ভালোবেসে ।।
------ মোহাম্মদ রফিকউজ্জামান // ২৩/ ১১ -- ০৪/ ১২/ ২০২১