তুমি// কখন কীভাবে আমার কবিতা হলে;
আমি// লিখতে লিখতে পুড়লাম প্রতি
পঙক্তিতে জ্বলে জ্বলে ।।
প্রতিটি পরিচ্ছেদে
কাঁটার শয্যা পেরিয়ে ফুলের দেখা
জানলাম আহা জানলাম একা একা
আমি// সে জ্বালা পেরোতে শিখলাম শুধু
তোমাকে পেলাম বলে ।।
রূপক উপমা চিত্রকল্প কিছুই খুঁজতে হয়নি
তোমাকে বুঝেছি এর বেশী আর কিছুই বুঝতে হয়নি ।
কবিতা তরঙ্গতে
সাঁতার কাটতে শিখেছি তোমায় পেয়ে
দেখলাম আহা দেখলাম চেয়ে চেয়ে
তুমি // ভাসিয়ে ডুবিয়ে প্রাণ মন দেহ
দোলালে কী হিন্দোলে ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ১৭/ ১২/ ২০২০