তুমি এলে যেই –
ব্যথাগুলো ভুলে যেতে শক্তি পেলাম  
দুঃখগুলোও দেখি নেই আর নেই ।।


কী আলোর খোঁজে
কোন চোখ খুলে দিলে এমন সহজে !
আমি তাই হেসে হেসে
তোমার গহীনে এসে
আলোর ধারাতে ভাসি, ডুবি আলোতেই ।।


কী তোমার ভাষা
সব ভয় মুছে লেখে বাঁচার পিপাসা ।
আমি প্রাণ খুলে খুলে
জীবন কাটানো ভুলে
মরণ থেকেও শিখি, বেঁচে থাকাকেই ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান  // ১৩/ ০২/ ২০২২