তুমি চলে গেলে
কিছু বলে গেলে না
আমি দুঃখ পেলাম তুমি তাও পেলে না
কিছু পেলে না, তুমি কিছু পেলে না ।।
সুখের চাতক হয়ে কখনো যদি
হঠাৎ খুঁজতে হয় অশ্রু নদী
দেখবে চোখের মেঘ শুকিয়ে গেছে
সেখানে পতিত জল কভু মেলে না ।।
মনের দুয়ার তুমি রাখোনি খুলে
কোথায় ফুটবে ফুল মিষ্টি ভুলে
একটু কাঁটার দাগ লেগেছে ভেবে
হারানো পথেও আর ফিরে এলে না ।।