তুমি ছাড়া এই ঘর শূন্য ছিলো
তুমি এলে তাই সব পূর্ণ হলো
ও স্নেহময়ী মা মমতাময়ী মা
এ জীবন যেন ধন্য হলো ।।
আমরা কজন ভাই আর বোন
বাবা আর মা নিয়ে এই সংসার
এর বিনিময় নয় কিছু নয়
স্বর্গ পেলেও তা চাইবো না আর
এই বাঁধন এই ভালোবাসা
স্বপ্ন দিয়ে মন ভরে দিলো ।।
শোনো শোনো মা শোনো গো বাবা
আমাদের রেখো বুকের মাঝে
এই ছোট ঘর এমন আদর
এ জগতে কোনখানে আর কি আছে
সুখে দুখে আর আলো ছায়ায়
এই সংসার তাই স্বর্গ হলো ।।