তোমায় না দেখিলে চক্ষু আন্ধার দেখিলে মরণ
হায়রে সেই মরণে মরিতে চায় আমার পোড়া মন ।
কও না আমারে তুমি করি কি এখন ।।
বন্ধুরে...


বৈশাখ গেলো জ্যৈষ্ঠ গেলো আইলো বর্ষাকাল
ফুলে ফুলে ভইরা গেলো কদমেরও ডাল ।
সেই ফুলেরই কথা কেনো, বুঝো না সুজন ।।
বন্ধুরে...


তোমার সাথে দুঃখে-সুখে অন্তরে অন্তর
তোমার সাথে বান্ধিতে চাই ভালোবাসার ঘর ।
এই জীবনে তোমার মতো কে আছে আপন ।।
বন্ধুরে...