তোমায় যখন এই বুকে পাই
এক দমে যাই ছত্তিরিশ ঘাই
তুমি যদি না আসো সাঁই -- খেলা কি আর জমে?
তোমার খেলা আমার খেলা চলে একই দমে ।।
আমার আমি তোমার আমি
ঘর বেঁধে তার হই ঘরামী
এক খুটিতেই দিবস-যামি
খেললে তবেই সিদ্ধকামী -- ছোঁয় না যারে যমে ।।
আগুন পানি মাটি হাওয়া
সে ঘর নিয়েই উজান বাওয়া
চার চীজে না হলে সমান হবে বৃথাই আসা-যাওয়া ।
হাওয়ার গতি প্রবল অতি
রাখতে হবেই তার সুমতি
নইলে জামান আগুন-রতি
দেয় পুড়িয়ে মধ্য যতি -- আর ফেরে না সমে ।।
(২১/০৮/২০১৭)