তোমার ও মুখে চোখ পড়তেই
অপরূপ ছবি দেখলো আমার মন
যেন/ বশরা-ই কোনো গোলাপের ঠোঁটে
শিশিরের চুম্বন ।।
যতো্বার আমি দেখি সেই প্রিয় ছবি
আক্ষেপ করি, হলাম না কেন বসরার কোনো কবি
আমি/ কবিতা-শিশিরে ফোটাতাম তবে পাপড়ির বন্ধন ।।
না তুমি গোলাপ – না তুমি শিশির
তুমি/ গোলাপে শিশিরে পরশের অনুভূতি
নরম আলোয় ছড়ায় যেমন কোমল হীরার দ্যুতি ।
রুবাইয়ের সুরে ওমর – হাফিজ খুঁজি
সংগীত হয়ে তাদের চোখেও এই রূপ ছিলো বুঝি !
আহা / ছিলো থরো-থরো ঠোঁটে এই ভীরু তৃষ্ণার কম্পন ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ২৭ / ০৩/ ২০২০