তোমার যাওয়া যাওয়া তো নয়, ছেড়ে যেতে পারো না সাঁই
ছেড়ে গেলে কেমন করে ( সাই ওগো সাই )
আমার মধ্যে তোমারে আর তোমার মধ্যে আমারে পাই !!
তোমার নামের যে প্রসিদ্ধি
তারই মধ্যে আমার সিদ্ধি
যুগান্তে তাঁর ঘটে বৃদ্ধি - ঋদ্ধির কোনোই সীমানা নাই ।।
মিছেই সাধুর কান্নাকাটি - জীবের তত্ব ঘাটাঘাটি
আমি দেখি যেমন ছিল তেমনই সব পরিপাটি ।
তোমার নিবাস যে অনন্তে
খোঁজার শর্ত কোথায় অন্তে
সুবোধ্য রূপ যে জীবন্তে - সন্তের সে রূপ জামানে পাই ।।
১৭ / ১০ / ২০১৮