তোমার) ডাক শোনে অন্তর
যাবো বলে পা বাড়ালেই, আঁকড়ে ধরে ঘর।।


জানি আমি ঘরের মানুষ নই
তবু কেন ঘরের বোঝা বই ?
আমার) সকল বোঝা শূন্য করার
ও সাঁই) দাও না অবসর ।।


তুমি সে তো তুমিই সাঁই গো
তোমার বড় কিছুই নাই গো
জেনেও তা স্বভাব দোষে, পেছন ফিরে কেন চাই গো ?


জানি আমি প্রেমের সাধন যার
থাকে না-তো বাঁধন কিছু তার
কিসের) শিকল পায়ে বন্দী জামান
ও সাঁই) নাও তুমি সে ভর ।।


১০ / ১২ / ২০১৭