তোমার চোখের আয়নাতে যে মিষ্টি মেয়ে ছিলো
আজ সে না হয় একটু খানি দুষ্ট হয়েই গেলো,
ভিন্ন চোখের ভিন্ন ভাষায় তুষ্ট হয়েই গেলো
তাতেই তাকে মন্দ বলে ভাববে কি !!
মর্তলোকের শর্তটা কি বন্ধু হবার
এক ছাড়া সে শত্রু হবে অন্য সবার ?
বন্ধু হবার তালিকাটা
হাত বাড়াতেই একটু না হয় পুষ্ট হয়েই গেলো
তাতেই তাকে মন্দ বলে ভাববে কি !!
ইচ্ছে হলেই বাঁধতে পারে স্বপ্ন কি কেউ
উল্টে তাতে আসতে পারে কূল্ভাঙ্গা ঢেউ ।
মুক্ত হবার অভিলাষে
চোখ দুটো তার একটু না হয় রুষ্ট হয়েই গেলো
তাতেই তাকে মন্দ বলে ভাববে কি !!
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৩/ ০২/ ২০২২