তোমাকে দেখিনি আলোয় ছিলাম বলে কি
আঁধারে তোমার এতো রূপ ওঠে জ্বলে কি !!


আলোয় কি এই আলো মিশে থাকে ?
তাই দেখে ভুলি, দেখিনা তোমাকে।
নিজের ভিতর তাকালেই তবে তোমার দুয়ার খোলে কি ?।


এতো কাছে থাকো এতোটা নিবিড় বাঁধনে
সুখে দুখে হাসি কাঁদনে
এতোটা নিবিড় বাঁধনে ?


তোমার এ রূপ, এ-কি ভালোবাসা ?
তাই হলে যেন মেটেনা পিপাসা ।
রূপের অরূপ পেয়ালার নেশা দিয়েই আমার হলে কি ?।