তারা দেখে রাত কাটে
দিন কাটে চোখের তারায়
সময়ের কড়া পাহারায় ।।
হৃদয় আছে কি?
থাকলেও তার কোনো স্বাধীনতা নেই
হৃদপিণ্ডের কাছে বাঁধা সে নিজেই
সেটাও হঠাৎ থেমে যেতে পারে কারো ইশারায় ।।
তবুও কেন যে ভাবি,
কে আমাকে এমন ভাবায়
জিতে যেতে পারি আমি
ভাগ্যের সাজানো দাবায় !
আমার ছিলো কে?
এই বুকে তার কোনো ঠিকানা কি পাই
কোন স্বপ্নের খোঁজে নিজেকে কাঁদাই
সেটাও গোপন থাকে, গলে গলে নামে না ধারায় ।।
------- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৪/ ১১/ ২০১৯