তাজমহলের সামনে দাঁড়িয়ে
দেখি নি তো শাজাহান
আমি// দেখি নি তো মমতাজ,
দেখেছি হাজারো শ্রমশিল্পীর
সাধনার কারুকাজ ।।
চাটুকার লেখে
সত্যকে ঢেকে - ইতিহাসে মিছেকথা
অসত্য তাই পেয়ে যায় অমরতা ।
আহা// শিল্পীর শ্রম শুষে নিয়ে বাঁচে
কতো রাজ অধিরাজ ।।
অকাতরে কারা ঝরায় রক্ত-ঘাম ?
সে রক্ত-ঘামে কে পরে মুকুট
কে লেখে নিজের নাম ?
সময়ের ক্ষত
প্রশ্নের মতো - এঁকে রাখে যতো রেখা
অলক্ষে তার ইতিহাস হয় লেখা ।
বুকে// সত্যের আলো জ্বেলে জ্বেলে এসো
চিনে নেই তাকে আজ ।।
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ১৯৮৮ / আগ্রা