তার থাক না জানা হাজার বাহানা
তবু এ খেলার এই শেষ আর না
আমি চাই না দেখতে কারো
সাজানো হাসির কান্না ।।
যদি জানতে আগুন পুড়ে যায়
দুঃখ আমার কিছু নাই , কিছু নাই
ফুলো হার সয়নি যখন
কি হবে মিছে হিরে পান্না ।।
কিছু মিষ্টি কথায় ভুলে তাই
তুষ্ট হবার কিছু নাই, কিছু নাই
অভিমান নয় এ আমার
চাই না দু'চোখ ভরে শুধু বন্যা ।।