তার দৃষ্টি করে যতো অনাসৃষ্টি
কখনও বোশেখ জলে কখনও আবার
হয়ে যায় শ্রাবণেরও ঝরঝর বৃষ্টি, দৃষ্টি


বলো না আমার কি দোষ
ও চোখে তৃষ্ণা থাকে,আমাকে পিছু ডাকে
কত আর মনের সাথে করবো আপোষ
সবাই বলে ভুল করেছি
আমি বলি ভুল করবার এইতো বয়স বড় মিষ্টি


যেনো সে সাজায় ফাগুন
আঁখি তার কৃষ্ণকলি,  ডাকে সে আয় না অলি
পারি না বুকের মাঝে ঢাকতে আগুন
সবাই যতো গঞ্জনা দেয়
আমি দেখি সেই আগুন জ্বলছে দ্বিগুণ তবু মিষ্টি, দৃষ্টি