শ্রাবণের সন্ধ্যায় – খুলে রাখা জানলায়
আচমকা বৃষ্টির ঝাপটা ---
মনে পড়ে কি ?
অজান্তে দু’টি মন
নিষেধের ব্যাকরণ
মুহূর্তে ভেঙে ফেলা পাপ টা ---
মনে পড়ে কি !!
তারপর সব নিস্তব্ধ
দুজনেই একা একা শোনা হৃদপিণ্ডের শব্দ,
কি থেকে কী হলো ঠিক
না-বোঝার মানসিক চাপ টা ---
মনে পড়ে কি !!
শংকায় ছুটে যেতে কী ভেবে যে দাঁড়িয়ে
ফিরে দ্যাখো, আমি আছি দু'টি হাত বাড়িয়ে ।
তারপর এক সংকল্পে
দু'জনেই দুজনাকে বাঁধি প্রেম-পর্বের গল্পে,
সচেতনে দুজনেই
এঁকে দেই ঠোঁটে সেই ছাপ টা ---
মনে পড়ে কি !!
---- মোহাম্মদ রফিকউজ্জামান ২৬ - ২৯/ ১০/ ২২