।। সংশয় ।।
সংশয় জাগে, পৃথিবী গ্রহটা ধ্বংসের পথে নয় তো?
ধ্বংস হলেই, উল্কাপিন্ড গ্রহানু দেখেই  হয় তো
অন্য গ্রহের প্রানীরা কারণ খুঁজবে
গবেষণা করে তারা যে কথাটি বুঝবে,
তা হলো, এ গ্রহে  প্রাণীরা সবাই
দুটি  শব্দই শিখেছিল শুধু, 'ভালোবাসা' আর 'ঘৃণা'।  
বুঝবেনা তারা, আর কোনো কিছু এরা শিখেছিলো কি-না ।।


সভ্যতা গড়ে  ওঠাটাই ছিলো ভালোবাসবার জন্যে
স্নেহ-মমতায় বাঁধা ছিলো এরা একের সঙ্গে অন্যে।
তারপর কোনো ভ্রষ্ট সময়ে ঘৃণা জেগে উঠেছিলো  
ঘৃণা থেকে লোভ, লোভে হিংস্রতা মহা বেগে ছুটেছিলো,
ভালোবাসার বিরুদ্ধে  
মৃত্যুর পরে মৃত্যু সাজিয়ে মেতেছিলো মহাযুদ্ধে ।
ভুলে গিয়েছিলো প্রাণের জন্যে প্রয়োজন প্রাণবীণা ।।


ঘৃণ্য জনেরা স্বভাবেই ছিলো একে-অপরের বৈরী
অরো ক্রূরতায় ক্ষেপে করেছিলো নতুন অস্ত্র তৈরী ।
অস্ত্রের পরে অস্ত্র শানিয়ে অতি ক্রোধে ফুলে-ফেঁপে  
একে অপরের  মহা হুংকারে গ্রহ উঠেছিলো কেঁপে ,
ক্ষমতাবান নৃশংস
শক্তির সাথে শক্তি লড়িয়ে এনেছিলো চির-ধ্বংস ।
গ্রহে-গ্রহে পড়া হাজার টুকরো মৃত সব প্রাণহীনা ।।  
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ১৬/ ১১/ ২০২১
সুরঃ- সুজিত মোস্ত০ফা।