স্মৃতি বড় পোড়ায়
তবু স্মৃতি ছাড়া বাঁচবো কি করে
স্মৃতির আগুন ছাড়া আর কোনো আলো
এ হৃদয় রাখেনি তো ধরে ।।


সাধ হয় একবার প্রাণ খুলে হাসি
হাসতে গিয়েও দেখি হৃদয় খুঁড়েই আমি
বেদনা জাগাতে ভালোবাসি
কবে কার কোন কথা কান্নার মতো এসে
চোখের মরুতে পড়ে ঝরে ।।


সেই নীল জোছনায় চাই আজও আলো
সেই যে দু'চোখে ভরা নীলার কোমল দ্যুতি
ছড়াতে ছড়াতে যে হারালো
জীবনের ভুলগুলো স্বাপ্নিক জ্বালা হয়ে
বুকের গহীনে একা পোড়ে ।।