শুক-শারীদের গল্প এখন হয় না
কী করে বা হবে, নেই সেই শুক-শারী
যেদিকে তাকাই দেখি আছে শুধু নিরেট পুরুষ-নারী ।।
তাদের বুকের ভিতরে গল্প নেই
দেখার চিত্র হয়তো বা আছে, চিত্রকল্প নেই।
নেই কেউ আর গহীন গহনে গোপনে স্বপনচারী ।।
একটু ছোঁয়া বা একটি চিঠির গন্ধ
দেয় না এখন শিহরণ তোলা কল্পনার আনন্দ ।
তাদের প্রেমের প্রথম দৃষ্টিতেই
শেষের দৃশ্য হয় অভিনিত অন্য বৃষ্টিতেই ।
মেঘহীন সেই অকাল পতনে থাকে না স্মরণকারী ।।
২১/০৫/২০১৯