শুক পাখিরে পিঞ্জিরা তোর
খুলে দিলাম আজ
বুঝলাম আমি সুখ সেতো নয়
খাঁচায় পোষার কাজ ।।
চান্দিরো পিঞ্জিরা আর
কাঞ্চনো শিকল
দিলো না দিলো না ঢেকে
বুকেরই অনল ।
কি হবে পঙ্খিরে তোরে
দিয়ে মোহন সাজ ।।
অন্তরে বেন্ধেছে ঘর
চান্দেরো কিরণ
জানি না জানি না সেকি
রূপের ই মরণ ।
কি হবে চন্দনে ঢেকে
কলঙ্কেরই লাজ ।।