শরীরটা যেন বইতে নারাজ আমার অসার ভার
সে চায় বিরাম শেষ করে এই যাতনার পারাপার ।।
ঘুমাতে সে চায় শীতল মাটির পরে
দরোজা বিহীন জানালা বিহীন ঘরে
কেউ যেন তাকে কখনো না ডাকে কোনো নাম ধরে আর ।।
কী হবে এখন আমার আমি’র সাথে
অদেখা কালের অবিরত সংঘাতে !
শূন্যতা থেকে নেবে কে-বা ডেকে মহা শূন্যতে তার ! !
@-- মোহাম্মদ রফিকউজ্জামান // ২৫/ ০২/ ২০২৪