স্বপ্ন এলো কাঁদাতে সারা রাত
ভালোই ছিলো না হলে এ প্রভাত !
যে এসেছিলো স্বর্গ হয়ে
হারানো স্মৃতি হৃদয়ে বয়ে,
সে কেন তবে মাড়িয়ে গেলো
সুনীল পারিজাত ।।
সাজানো ছিলো যে প্রতীক্ষা
প্রেম প্রকাশে যতো দীক্ষা
একটুও সে রাখলো না তো
তার গহীনে হাত ।।
রজনী হলো না অনন্ত
হয় নি আশা প্রাণবন্ত
স্বপ্ন হয়ে আসলো তবে
কোন অশনিপাত ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ২৬/ ১২/ ২০২২