সহজ-সত্যি শুনতে যেমন সত্যি তেমন নয়রে সহজ
আপন সত্তা না দেয় যদি আপনারে আপন সে খোঁজ ।।
বেড়াস ঘুরে পরের দ্বারে
সত্য-মিথ্যার ভেদোদ্ধারে
কঠিন করে বারে বারে ঘুরিস একই বৃত্ততে রোজ ।।
গুরু মুরশিদ দরবেশ সাধু
কেউ শিখিয়ে দেয় না জাদু
ভজন গুণেই জানতে হবে ভোজন কিসে হয় সুস্বাদু ।
কঠিন নিজে সহজ হবে
আত্ম-সত্তার মহোৎসবে
জামান বলে ভাবে-ভবে মিলন মানেই চিত্ততে ভোজ ।।
২৮/০৫/২০১৯