সেই কবে দেখা হয়েছিল
তারপর অনেক তো দিন গেছে চলে
চাওয়ার আগুন লেগে
নীড়ের বাসনা জ্বলে গেছে, জ্বলে গেছে ।।
একটানা এই অবসরে
কতবার গেছে ফুল ঝরে
অনেক অচেনা পায়ে পায়ে
সেই সব ফুল দ্বলে গেছে, দ্বলে গেছে ।।
সময়ের শেষ তীরে এসে
অভিমান জমে অবশেষে
অনেক অশ্রু হয়ে হয়ে
সেই স্বপ্নে গলে গেছে, গলে গেছে ।।