সেই যে তোমার দু'চোখ আমি
ডুকরে কেঁদে বন্ধ করে দিলাম
তারপরে আর একটি বারও মেললে না চোখ দু'টি
মা - ওগো মা
এমন করেই হয় কি নিতে চিরদিনের ছুটি !!


সেই থেকে আর কাঁদি না মা
অজান্তে যায় চোখের পানি ঝোরে
জানি না তো অবাধ্য কে বাঁধবো কেমন করে !
মা - ওগো মা
নেই কেন সেই শাসন করার সস্নেহ ভ্রূকুটি !!


তোমার চোখেই
মাগো আমার জগত দেখতে শেখা
বর্ণমালাও বর্ণনাহীন
কী দিয়ে যায় তোমার সে ঋণ লেখা ?


সেই থেকে আর বাঁচি না মা
একান্তে যাই প্রাণের ঘানি টেনে
তুমি ছাড়া জীবনটাকে অন্ধ আঁধার মেনে
মা - ওগো মা
এই বাঁচা এক জীবন্ত ভুল অন্তবিহীন ত্রুটি ।।


মোহাম্মদ রফিকউজ্জামান // ১০ / ০২ / '১৮