সাথী আমার হলো না তো কেউ
সাথী হারা এ জীবনে
সুখের স্বপন গেছে হারিয়ে
আমার আঁধার এ ভুবনে ।।
আমি তো দুখের জ্বালা
পেয়েছি শুধু আপন করে
নিজে সে আগুন জ্বেলে
পুড়েছি সারা জনম ধরে
আশা আমার মিলিয়ে গেছে
পুড়ে পুড়ে সে আগুনে ।।
সবই তো চলেই গেছে
রয়েছি আমি পাথর হয়ে
কি হবে দিশাহারা
অন্ধ জীবন বয়ে বয়ে
জীবন আমায় ছেড়ে চলে যাক
নামুক আঁধার দু'নয়নে ।।