সাধুর যে ঠোঁট শোনায় বচন
সে তো নয় তাঁর ঠোঁটের রচন
শুনলি শুধু, রাখলিনে মন, করলিনে অক্ষয়,
সাধুর বচন ঠোঁট থেকে তো ঠোঁটেই নিতে হয় ।।


স্মৃতি শ্রুতির শাস্ত্র লেখে
কোনটা হারায় কোনটা রেখে?
থাকতে সে-জন - নিসনি তো ধন
সিনার আতর সিনায় মেখে ।
সিনার থেকে সিনায় মিশেই জ্ঞানের ধারা বয় ।।


কানের শোনা চোখের পড়া
তুলতে হারায় আধা ঘড়া
ফাঁকিজুকির অনুমানে বাকি অর্ধেক যে জন ভরে
জ্ঞানের সাধন রইলো রে তার জনম ভরে অর্ধস্তরে ।


কৃত কৃতক শূন্য করে
নিসনি আধার পূর্ণ করে
থাকতে সময় - তাঁর পরিচয়
রাখিসনি তোর ক্কলব ভরে ।
জামান বলে, সাধন কোথায়, বাঁধন যদি রয় ?।


১৬ / ১২ / ২০১৮ (ভোর ৪টা)