শেষ কথা বলে জানি কিছু হয় না।
অলংকারের সাজ সবাই দেখে  
দেখে না তো মন পরে কোন গয়না ।।

সে ভাবেই  কি-যেন-কি না-বলা থাকে
যার টানে টানে মন মনকে ডাকে
বলা শেষ হলে আর কিছু রয়  না ।।


কখনোই পায় প্রেম পূর্ণতা কি ?
কেন তবে মনে হয়
আরো কিছু দিতে যেন রয়েছে বাকী  !


অদেখার আড়ালে যে না-জানা দিশা  
সেই টুকু হলো প্রেম, সেই তো তৃষা  
সে আড়াল না থাকাই প্রেমে সয় না ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান //  ১৭/ ০১/ ২০২১