. সেধে সেধে এলোরে তোর সাঁই দরদী
কারে বা তুই করবি দোষী
পেয়ে সেধন হারাস যদি ।।
ও তোর-- দেহ খাঁচার দুয়ার খুলে
তারে না বসালে মূলে
প্রেমের মধু দ্বিদল ফুলে
হবে নাতো খোশ আমোদী ।।
লজ্জা ঘৃণা দ্বিধা ফেলে
শাসন-বসন ছেড়ে এলে
ঘরে এসে বসবে সেজন
যোগ সাধনের আসন মেলে ।
ও তার-- রূপে সদাই অরূপ মেশে
সেথায় যদি থাকিস ভেসে
জামান বলে জোয়ার এসে
ভরে যাবে গঙ্গা নদী ।।