সাগরে বসত করি - বুকে মরুভূমি
আমাকে এমন রূপে দেখেছো কি তুমি !
তা যদি না দেখে থাকো, খুব ভালো সেই
জেনে যাবো কারো কোনো বেদনাই নেই ।।


চারিদিকে ঢেউ ঢেউ দোলে কোলাহল
মাঝখানে জ্বলি আমি করুণ অনল
পোড়ার নেশায় বুঁদ – একা এককেই ।।


‘ ভালোবাসা ‘ এই এক খেলা চিরকাল
মাঝখানে আমি শুধু দেখার আড়াল
হাজার চোখের ঘোর  কাটে না বলেই ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ২১/ ০৩/ ২০২৩