শরীরটা ইঞ্জিন
ক্ষয়ে যায় দিন দিন
রিক্সা চালাই আমি রিক্সা চালাই
তেল গ্যাস মবিলের
কিনবার তবিলের
শক্তি তো নাই
আমি রক্ত জ্বালাই
রিক্সা চালাই আমি রিক্সা চালাই ।।
ঘাম আর রক্তের নিত্য যে ব্যয়
তার প্রতিদান বলো কয়জনে দেয়
ভাঙা অলিগলি লেন
ছেঁড়ে জীবনের চেন
আরো পাছে লেগে আছে
আলাই বালাই ।।
নিঃশ্বাস হয় ভাড়ি তবুও প্যাডেল মারি
হ্যান্ডেল সোজা রেখে ঘন্টি বাজাই
জীবনের ঢঙ নেই পোশাকেও রঙ নেই
তাই শত রঙ দিয়ে রিক্সা সাজাই ।
পথ চায় ছয়খানা বুভুক্ষু মুখ
বৃদ্ধ পিতার ক্ষয় কাশির অসুখ
ছেলে মেয়ে বউ আর
অভাবের সংসার
এই সব ফেলে বলো
কোথায় পালাই ।।