--
রাত্রি আমার বুড়িগঙ্গার দূষণের মতো কালো,
নষ্ট ডিমের কুসুমের মতো চাঁদ
কী করে লাগবে ভালো !!


আড্ডাখানার দাগী পেয়ালার চা
উষ্ণ করে না কারো কোনো ইচ্ছা
আঁধারে মিছেই মুখে মুখে যাই খুঁজে
কবিতা পড়ার আলো ।।


আলো ওই দেখো আলো ---
জ্বলছে নিয়ন কংক্রিট বনে
চোখ ঝলসানো ভবনে ভবনে
জ্বলছে জ্বলছে জ্বলছে -----
রমনার পাশে তবুও একটি মেয়ে
আঁধারে ডুবছে আঁধারে ডুবছে
কোথাও আলো না পেয়ে !


ক্লান্তি আমার ক্ষমা করে আর কে
ত্যাক্ত শ্মশানে পরিণত পার্কে ?
নিজেকে চিতায় মেলে দিয়ে তাই বলি
জ্বালো আমাকেই জ্বালো ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ২০১৫ / ঢাকা।