রাত এলে ক্রমে ক্রমে দিনের মরণ
দিন আনে রাত্রির বিদায়ের ক্ষণ
যৌবনে কেউ  কারো ধরে নি তো হাত  
করে নি তো হৃদয় হরণ ।।  
#
ভাবি তাই রাত আর দিন,
কোন সাধ, কোন সুখ নিয়ে
ক্ষণিক দেখাকে করে এতোটা রঙিন !  
না-কি এটা রঙ-খেলা নয়,
দু’জনের অনুরাগী হৃদয়ের রক্ত-ক্ষরণ !!
#
দেখেই কি বোঝা যায় সব  
দু’চোখের জল সে-ও
ব্যথা না সুখের অনুভব ?
দেখেই কি বোঝা যায় সব !
#
না-কি সব দৈবের দায়,
রাত এলে দিন শান্তিতে
রাতের গভীরে শুয়ে নীরবে ঘুমায় ।
একই ভাবে সূর্যটা তার  
হৃদয়েই ঢেকে রাখে রজনীর সব আভরণ ।।


-----মোহাম্মদ রফিকউজ্জামান // ০৭/ ১০/ ২০২১