প্রতিটি শিশুর মুখে যেদিন অবাধ সুখে
খুশির নতুন চাঁদ উঠবে হেসে
সেদিন সকল খুশি পূর্ণ হবে
আমার সোনার দেশ বাংলাদেশে ।।


সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে
প্রতিটি নবীন প্রাণ দেবো সাজিয়ে
সবুজ সতেজ মাঠে
লাল সূর্যের আভা মিশবে এসে ।।


শিক্ষার অধিকার স্বাস্থ্য সবল
সামাজিক চেতনায় গড়া মনোবল
যেদিন আলোর মতো
সব নিষ্পাপ মুখে বইবে ভেসে ।।