পৃথিবী যে কতো সুন্দর
তোমাকে না দেখলে তা জানা হতো না
তুমি না এলে হৃদয় আমার
কোনো ঠিকানা খুঁজে পেতো না ।।
মণি কাঞ্চন চিনতাম, জানতাম কতো তার মূল্য
জানা হতো না কি অমূল্য
তাই সোনার শিকল চেনা হতো
সাত নড়ি চেনা হতো না ।।
ছিলো দৃষ্টির সীমানায় রং রূপময় দৃশ্য
জানা ছিলো না কি অদৃশ্য
তাই রূপের গরব চেনা হতো
প্রেম কি তা জানা হতো না ।।