প্রেমকে তো চায় মন,
তার  শুরুতেই -  আর কিছু যেই
বাড়ায় আকর্ষণ
প্রেম বলে, ‘’বেশ, তোমরা থাকো,  
আমার হোক মরণ ‘’ ।।


প্রেমের কোনো আকার তো নেই  
প্রকার আছে কোথায়  
প্রবঞ্চনার প্রথায় ?
শুধুই মোহের ডাকে  
সর্বনাশের কঠিন দুর্বিপাকে  
হয় বশীকরণ ।।


তবুও প্রেম আছে,
লজ্জ্বা ঘৃণা ভয় অপমান  
আসে না তার কাছে।


দু’চোখ তাকে দেখার আগেই,  
হৃদয় দিয়ে দেখার
মুহূর্তটা একার ।
একার আকুল টানে
প্রেম এসে এই বুকের মধ্যখানে
সব করে হরণ ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান //  ০৬/১১ /২০২১