পথ চলে চলে ক্লান্ত আমি
চলেছি ঠিকানা বিহীন
সঙ্গীহীনা চিরদিন
আমি সঙ্গীহীনা চিরদিন ।।
ফাগুনের মায়া হয়েছে উদাস
ফোটেনি আশার কোনো ফুল
ভেঙে যায় কুল শুধু হয় ভুল
কেনো হয় না আকাশ রঙিন ।।
বাশরী তার হারালো যে গান
জানি না সে আজ কতো দূর
জীবনের সুর হলো না মধুর
হলো স্বপনেরা সবই বিলীন ।।