পলাশের দিনে পলাশ হয়ে
ঘরে ফিরেছিলো খোকা
দেখেনি জননী কখনো কোথাও
এতো লাল থোকা থোকা
হাহাকার করে উঠেছিলো তাই
খোকারে... আমার খোকা ।।
খোকার তো ছিলো আশা
প্রতি মুখে মুখে ফোটাবে আদরে
গরবী মাতৃভাষা
বাংলা গানেই দিতে চেয়েছিলো
একতারাটায় টোকা
একতারাটায় টোকা ।।
মায়ের সে আহাজারি
কোটি কোটি বুকে
লিখে দিয়েছিলো
একুশে ফেব্রুয়ারী
বন্ধ কপাট খুলে দিয়েছিলো
মুক্ত আলোর ঝোঁকা
মুক্ত আলোর ঝোঁকা ।।
______________________________________