পদ্ম পাতার পানি নয়
দিন যাপনের গ্লানি নয়
জীবনটাকে বুঝতে হলে
জীবন ভালোবাসতে হয় ।।


শ্রমিক যেমন সবল হাতে
গড়ছে এ দেশ দিনে রাতে
ভিজে পুড়ে যেমন চাষী
মাঠের বুকে ফোঁটায় হাসি ।
তেমনি হাজার কাজে মিশে
সুখের হাসি হাসতে হয় ।।


দেশের মাটি খাঁটি জেনে
দেশের মানুষ আপন মেনে
বন্ধ মনের দুয়ার খুলে
সকল বাঁধা বিভেদ ভুলে ।
মিলন মেলায় সবাই মিলে
সবার কাছে আসতে হয় ।।