ফুলের বিচার সকল জীবের জন্যে নয়
রসিক শুধু জানে ফুলে
মধু জমে কোন সময়।।
সবাই থাকে ফলের আশায়--
বীজে ফলের আবাদ করে
জনম জনম যাওয়া আসায় ।
ফুলের মধু খেয়ে রসিক
ফুলের মাঝে হয়রে লয়।।
মধু-সাধন ভেদের বিচার--
অভেদে যা রয় চিরকাল
কোনো দিনই হয়না প্রচার ।
আপন থেকে গোপনে যায়
সিনায় সিনায় সেই বিষয়।।
ফুলের রঙে রঙিন যে জন--
পেয়েছে সে আপন বুকে
চিরকালের সাধনা ধন ।
জামান বলে দ্বিদল সে ফুল
সময় বুঝে ধ'রতে হয়।।