প্রেম যদি কড়া নাড়ে দরজায়
বুঝে নিও গেছে সেটা খরচায় ।
প্রেম সে কি সাড়া দিয়ে আসে গো
নীরবেই মন ভালোবাসে গো ।।

ভালোবাসা হয়ে গেলে জানা যায়
জানাজানি করে প্রেম আনা দায় ।
প্রেম ফোটে প্রতি নিঃশ্বাসে গো
ফুল হয়ে ওঠে বিশ্বাসে গো ।।


ফুল হলে একদিন ঝরবেই
ঝরলেও সুবাসটা  বুকে বাস করবেই ।


বিরহী তো ভালোবাসে আমরণ
ঢেকে দিতে পারে কোন আবরণ ?
তার ব্যথাতেও প্রেম হাসে গো  
অশ্রুতে যেন গান ভাসে গো  ।।


--- মোহাম্মদ রফিকউজ্জামান // ২২/ ১২/ ২০২০