পায়নি এবারও ছুটি
এবারও হবে না ফেরা দেশে
তোমাকে জড়িয়ে ধরে মাগো
দুঃখ সুখের কথা বলা
হবে না কো কেঁদে হেসে ।
ঝাপসা চোখে এক পল্লী জননী
টাকা আর চিঠি হাতে হাহাকার করে
আয় বুকে ফিরে আয়
আয় সোনামণি ।।
ছেলে তার ব্যস্ত খাটে উদয় অস্ত
দূর পরবাসে
বাবা মা ও ভাই বোন ঘর সংসারে
খেয়ে পড়ে বাঁচবার সুখ যদি আসে ।
পাঠানো টাকায় বাঁচে তার পরিজন
পাঠানো টাকায় বাড়ে স্বদেশের ধন ।
কেউ তো জানে না তার
দিন কাটে কোন পরিবেশে ।।
ঝরে ঘাম রক্ত পেশি তবু শক্ত
কাজ আরও কাজে
ফিরে যাবো একদিন স্বপ্নের মতো
ছেড়ে আসা দেশটির স্বজনের মাঝে ।
বারে বারে চোখ টানে বাংলার মুখ
আহা কী গভীর প্রেমে ভরে যায বুক
সেই তো ঠিকানা তার
ফিরবে সেখানে ভালোবেসে ।।