পাহাড়ি ফুলে নাকি চোখেরই ভুলে
আমি হাঠাৎ করে দেখেছি তোমায়
ফুল তো আমি নই কোন ভুল তো আমি নই
তবু ভালোবাসা আমায় ছুঁয়ে যায় ।।
তুমি কি উঠবে নেচে
পায়ে তোমার দেই যদি গো মল পড়িয়ে
না না না অমন করে দিও না
এ মনে আমার রঙ ছড়িয়ে
কেন যে স্বপ্ন আমার
তোমায় নিয়ে সত্যি হতে চায় ।।
আমিতো ছন্দ হয়ে চলি একাই
সুর ছড়িয়ে গুনগুনিয়ে
কিছু তার আমার প্রাণে ছড়িয়ে দাও
অনুরাগের গান শুনিয়ে
দু'জনেই বন্ধু হলেই
সারাজীবন রইবে পরিচয় ।।