পাবার সময় হতে না হতেই
যাবার সময় হয়ে গেল
জীবন নদী সারাটি জীবন
ভুলের স্রোতে বয়ে গেল ।।
কোথায় ছিলাম কোথায় এলাম
কোথায় আমি যাবো
নিজের কাছেই প্রশ্ন করি
জবাব কোথায় পাবো
আশা আমার মিথ্যা আশায়
নিরাশাতেই ক্ষয়ে গেল ।।
চাওয়ার মুকুল ফোঁটার আগেই
যে ফুল যাবে ঝরে
স্মৃতিও তার রাখবে না কেউ
কারো বুকে ধরে
চোখের আলো বন্ধ চোখের
অন্ধকারেই রয়ে গেল ।।